ঘরে ঘরে, অলিগলিতে, রাজপথে
যতই করো তিরস্কার প্রতিবাদের বজ্রকন্ঠ,
এ মনে জেগে উঠবে না স্পৃহা,
যে মন ছায়ার সাথে মিশে পিষ্ট হতে হতে মিশে গেছে মৃত নক্ষত্রির বুকে,
যদি না সে আসে সম্মুখপানে।
দিতে পারো আরো বেশী চিৎকার,
দিতে পারো আরো আরো আরো তিরস্কার,
হাজারটা কাঠি জ্বালিয়েও যুদ্ধে ফেরার বারুদ জ্বলবে না এ বুকে।
আমি অনেক ক্লান্ত,
মনে হয় কতযুগ ধরে নিদ্রাহীন ক্লান্তিতে নুয়ে আছি।
আমাকে থাকতে দাও অদৃশ্য সংসারে,
আমি এবার বিশ্রাম চাই,
খুব বিশ্রাম ;
আমায় ক্ষমা করো,
পরিশ্রান্ত দীর্ঘ বিশ্রাম চাই।
যতই কর না কেন ব্যঙ্গ,
কর না কেন যতই বিদ্রোহ চিৎকার,
জেগে উঠবে না এ বুকে
কর্মচেতনা বিদ্রোহ বারুদ।