শনিবার, ১০:৪২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে: সালাহউদ্দিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা যদি স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হব ইনশাআল্লাহ, যখন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘নেতাকর্মীরা যেন সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন বজায় রাখে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে যেন কেউ কারও বাধা হয়ে না দাঁড়ায় এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যেন জবরদস্তি কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে, এগুলোই হচ্ছে রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা।’

তিনি বলেন, ‘জনগণ যেন আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে। এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কৃতিক চর্চা। সবসময় বলি, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শ উপস্থাপন করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে, লালন করতে হবে। তার মধ্য দিয়ে অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হবে। অতীতের সব আদর্শ অতীতের যেসব ফ্যাসিস্টভিত্তিক রাজনৈতিক চর্চা রয়েছে সেটা বিলুপ্ত হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com