ভারতে আজ মঙ্গলবার পার্লামেন্ট তথা লোকসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে। ১৯ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত সাত দফায় অনুষ্ঠিত ভোটের ফলাফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে ভোটগণনা।
বুথফেরত ফলাফল সঠিক হবে না, নাকি নতুন কিছু ঘটবে, সেই প্রশ্নের অবসান হবে। হদিল্লিতে ফের মোদি-রাজ? নাকি, ক্ষমতায় ইন্ডিয়া জোট? এই প্রশ্নের জবাবও পাওয়া যাবে আজ।
এদিকে প্রায় সমস্ত এগজিট পোলই বলছে, বিজেপিই জিতবে। এমনকি, রাজনৈতিক মহলেরও ধারণা, তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে সম্ভবত বসতে চলেছেন মোদি। কারণ, বিরোধী যতই জোট করুক না, মোদীর বিকল্প হিসেবে কাউতে তুলে ধরতে পারেনি তারা। বিরোধীদের পাল্টা যুক্তি, অতীতে বহুবার নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। যা সবাই ভাবছে, ভোটের ফল তার সম্পূর্ণ উল্টা হয়েছে।
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।