ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে এ হামলা চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, হামলায় ভবন, গাড়ি এবং পৌরসভার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকায় বেশ কয়েকজন লোক আহতও হয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে।
চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেন, স্থানীয় সময় সকাল ৯টার পর শহরের একটি ব্যস্ততম অংশে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর লোকজন বাস থেকে নেমে নিরাপদ স্থানে যেতে ছুটতে থাকে। আহতদের চিকিৎসায় জরুরি পরিষেবা সংস্থাগুলো এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যায়।
রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়।
সূত্র : আল-জাজিরা ও বিবিসি