পঞ্চগড়ে হিম কুয়াশা, যবুথুবু ঠান্ডায় মানুষজন কাবু হয়ে পড়েছে। তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীত। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ দিকে, রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ বলেন, ‘আজ সকাল ৯টায় এখানে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরের হিম শীতল বাতাস প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।’
এ অবস্থা আরো দুই দিন থাকবে বলেও জানান তিনি।