বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১১ই জানুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ঝালকাঠি গামী ছেড়ে আসা একটি প্রাইভেটকার গাড়ি (ঢাকা মেট্রো ঘ ১১-১১৭০) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক গৌরনদী উপজেলার গাইনেরপার নামক স্থানে একটি রেন্ট্রি গাছকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুছরে যায়।
এ সময় গাড়ির ভিতর থাকা পাঁচজনযাত্রী গুরুতর আহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৫ জনকে ভর্তি করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করছেন গৌরনদী ফায়ার সার্ভিসের সেনটি দিলীপ কুমার মন্ডল। আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে আফ্রজা বেগম (৪৪) তানজিলা আক্তার (১৮) মেহজাবিন আক্তার জেবা (১৫) লাল শিকদার (৬৮) প্রাথমিক অবস্থায় জানা গেছে বাকিদের বাড়ি ঝালকাঠিতে এবং বীর মুক্তিযোদ্ধা মর্তুজা সিকদার ঢাকায় বসবাস করেন।