সুইজারল্যান্ডের সিয়নে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। গতকাল সোমবার দুপুরে ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারী কেন আক্রমণ চালাল, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া সাতটার দিকে পুলিশ প্রথম ওই বন্দুকধারীর বিষয়ে জানতে পারে। একটি পার্কিং লটে আহত এক ব্যক্তি প্রথম পুলিশকে এ বিষয়ে তথ্য দেন। এরপর ৩৪ বছরের এক নারীকে কাছেই নিহত অবস্থায় পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই ৪১ বছরের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশের দাবি, বন্দুকধারী এলোপাথারি গুলি চালায়নি। তিনি জানতেন কাদের হত্যা করতে হবে। দুপুরের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সেন্ট লিওনার্ড অঞ্চলের বাসিন্দা ওই বন্দুকধারী। তার বিরুদ্ধে হত্যার মামলা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, ওই ব্যক্তি তার নিজের গাড়িতে পালাচ্ছে। তার সঙ্গে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে বলেও সবাইকে সতর্ক করেছিল। ঘটনাস্থলেও পুলিশ ব্যারিকেড লাগিয়ে দেয়। যে পথে ওই ব্যক্তি পালাচ্ছে বলে পুলিশ মনে করেছিল, সে রাস্তায় প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয়। শেষপর্যন্ত তল্লাশি চালিয়েই বন্দুকধারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বন্দুকধারী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।