module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এস এম মনিরুজ্জামান মনিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা সহ সকল শিক্ষকবৃন্দ।
২৬,আগষ্ট ২০২৫ দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান শিক্ষক রেবেকা সুলতানার নেতৃত্বে শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁর সফল দায়িত্বপালনের জন্য শুভকামনা জানান।

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সভাপতি মহোদয়ের নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা হবে। শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত অগ্রগতিতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।”
সভাপতি এস এম মনিরুজ্জামান মনির ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পরিষদের সমন্বিত উদ্যোগেই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ জাতীয় আরো খবর..