বৃহস্পতিবার, ১২:৫৯ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএসএফের গুলিতে রাজিবুল ইসলাম রাজন নামে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ঘটনাটি ঘটে।

নিহত রাজিবুল ইসলাম রাজন জেলার গোমস্তাপুর উপজেলার সুকান দিঘী এলাকার আবুল কালামের ছেলে।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রজিবুলসহ আরো কয়েকজন রাখাল শনিবার দিবাগত রাতে গরু আনতে সীমান্তে যান। রাত ৩টার দিকে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও গুলিতে রাজিবুল ঘটনাস্থলে মারা যান।

১৬ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, সীমান্তে নিহতের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ-খবর নেয়া হচ্ছে। বিএসএফকেও এ ব্যাপারে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com