ফিলিপাইনে শনিবারের ভূমিকম্পের জের ধরে জাপানের হ্যাচিওজিমা আইল্যান্ডে সুনামির ঢেউ দেখা গেছে। তবে তা খুব বড় কিছু বলে গণ্য হয়নি। জাপান আবহাওয়া বিভাগ জানায়, টোকিও থেকে ১৮০ মাইল দক্ষিণের ওই দ্বীপে ৪০ সেন্টিমিটার (১.৩ ফুট) সুনামির ঢেউ দেখা গেছে। এর আগে ঢেউ তিন ফুট উঁচু হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।
গত শনিবার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর জের ধরে সুনামি আঘাত হানতে পারে বলে ফিলিপাইন ও জাপানে সতর্ককতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি শনিবার রাতে জানায়, মধ্যরাতে ফিলিপাইনে সুনামি আঘাত হানতে পারে।
ভূমিকম্পে কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র : আল জাজিরা