বিএনপি কেন্দ্র ঘোষিত সরকার পতনের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩ দিনের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন বুধবার সকাল সারে সাতটায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল নগরীর সিএন্ডবি রোড এলাকায় অবরোধ কর্মসূচি চলাকালীন সময কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পুলিশের হামলায় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে। অন্যান্য গ্রেফতারকৃতরা হলোঃ মহানগর বিএনপির সদস্য আবু মুসা কাজল, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, বরিশাল মহানগরীর ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাব্বির আলী শেখ, ৫ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব হানিফ হাওলাদার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দ্বীন ইসলামিক ইকু, যুগ্ম আহবায়ক ডঃ মোহাম্মদ আনিস, সদস্য শামসুল আলম মন্টু, মহানগর মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক ফেরদৌস হাওলাদার, বরিশাল জেলা ছাত্রদলের স্যাকলাইন মোস্তাক, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নেতা রেজাউল রহমান কিরণ, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোঃ ফিরোজ, বরিশাল মহানগর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আসলাম হোসেন। ছাত্রদল নেতা রাশেদুজ্জামান খান এঞ্জেল,
এছাড়াও গতকাল রাতে শ্রমিক দল নেতা মোহাম্মদ টিয়াসহ বেশ কয়েক জন নেতাকর্মী কে গ্রেপ্তার করা হয়।
বাকশালী আওয়ামী পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ নিঃশর্ত মুক্তি দাবী করেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব রাজপথের নিবেদিত পরীক্ষিত ও সাহসী সৈনিক বার বার নির্বাচিত কাউন্সিলর অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ সহ যুগ্ম আহ্বায়ক এবং সদস্য বৃন্দ।