ঢাকার কাকরাইল, নাইটেঙ্গেল মোড় ও নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এতে আহত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।’
পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এতে কাকরাইল, নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর ও কালভার্ট রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।