বুধবার, ০৭:০৩ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাশিয়ায় হামাস নেতারা, বহিষ্কারের দাবি ইসরাইলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

মস্কো সফরে গিয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল। তবে রাশিয়ায় হামাসের এমন সফর মেনে নিতে পারছে না ইসরাইল। দেশটির আশঙ্কা, এ সফরের কারণে বিশ্বজুড়ে হামাসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তাই ইসরাইল সরকার মস্কোর কাছে আবেদন জানিয়েছে যাতে অবিলম্বে হামাস প্রতিনিধি দলকে রাশিয়া থেকে বের করে দেয়া হয়। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাতিনি আরও বলেন, হামাস ১৪০০ জনেরও বেশি ইসরাইলিকে হত্যা করেছে, ২২০ জনকে অপহরণ করেছে।

 

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি দল মস্কোতে এসে পৌঁছেছে। এই দলের নেতৃত্বে আছেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের শীর্ষ সদস্য মুসা আবু মারজুক। ধারণা করা হচ্ছে, মূলত রাশিয়ার মাধ্যমে ইসরাইলের হাতে বন্দী থাকা ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছাতে চায় হামাস। এ জন্য তারা তাদের হাতে বন্দি থাকা বিদেশি নাগরিকদের রাশিয়ার কাছে হস্তান্তর করবে।

এদিকে হামাস জানিয়েছে, ইসরাইলের অব্যাহত বিমান হামলায় ৫০ জনেরও বেশি বন্দী নিহত হয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে বলেন, বন্দীদের মুক্ত করে আনতে সর্বোচ্চ চেষ্টা করলেও এখন তার প্রধান টার্গেট হচ্ছে হামাসকে নির্মূল করা।

ত্র লিওর হাইয়াত মাইক্রোব্লগিং সাইট এক্সে রাশিয়ার উদ্দেশ্যে একটি বিবৃতি পোস্ট করেন। এতে তিনি বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন। তারা ইসলামিক স্টেটের থেকেও ভয়াবহ। সেই হামাস নেতাদের মস্কোতে আমন্ত্রণ জানানোর তীব্র নিন্দা জানাচ্ছে ইসরাইল। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ এবং হামাসের কর্মকাণ্ডকে সমর্থন দেয়া হচ্ছে। আমরা রাশিয়ার সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে এই হামাস নেতাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com