ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেন, ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এই যুদ্ধে মূলত গাজার নিরপরাধ নারী, শিশু ও বৃদ্ধরা অন্যের অপরাধের জন্য শাস্তি পাচ্ছে। এটি ঠিক হচ্ছে না। এই অঞ্চলে রক্তপাত বন্ধ করতে হবে।
বুধবার (২৫ অক্টোবর) রাশিয়ার বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সাথে ক্রেমলিনে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
পুতিন বলেন, আজ আমাদের প্রধান দায়িত্ব হলো, এই রক্তপাত ও সহিংসতা বন্ধ করা। এটি না হলে আরো বিস্তৃত বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজায় ইসরাইলের গণহত্যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা মানবতার জন্য লজ্জা বলে আখ্যায়িত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের সাথে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে ফোনকলে তিনি এ কথা বলেন।
এ সময় গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের নিরবচ্ছিন্ন সহায়তা দেয়ার প্রচেষ্টাকে সকলের সমর্থন করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
এরদোগান তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সঙ্ঘাতের স্থায়ী সমাধান শুধুমাত্র একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।
সূত্র : দ্য জেরুসালেম পোস্ট