বুধবার, ০৮:৫৭ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৫, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নামের সাথে ‘মোহাম্মদ’ থাকায় কানাডায় হেনস্থার শিকার বৃটিশ এমপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্রিটিশ এমপিকে হেনস্তা করেছে কানাডার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কানাডা। যুক্তরাজ্যের একদল এমপির সাথে কানাডা সফরে যাওয়ার পথে ব্রিটেন ও কানাডা উভয় দেশের বিমানবন্দরে হেনস্তা করা হয় বলে জানিয়েছেন তার এক সহকর্মী ও এমপি ক্লাইভ বেটস। নামের সাথে ‘মোহাম্মদ’ থাকায় হেনস্থার শিকার হন ব্রিটিশ ওই এমপি।

গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমনসে শুনানির সময় বিষয়টি সামনে উঠে আসে। মোহাম্মদ ইয়াসিন বিরোধী দল লেবার পার্টির টিকিটে বেডফোর্ড থেকে নির্বাচিত এমপি। তিনি হাউস অব কমনসের বৈষম্য দূরীকরণ, গৃহায়ণ ও সম্প্রদায় বিষয়ক কমিটির একজন সদস্য।

হাউস অব কমনসের বৈষম্য দূরীকরণ, গৃহায়ণ ও সম্প্রদায় বিষয়ক কমিটির চেয়ার ক্লাইভ বেটস জানান, গত সপ্তাহে তারা একটি সফরে কানাডার উদ্দেশে রওনা হন কিন্তু বিমানবন্দরে মোহাম্মদ ইয়াসিনের সহকর্মীরা সহজে পার পেয়ে গেলেও এয়ার কানাডার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে নেয়। সে সময় তাকে দীর্ঘ সময় আটকে রাখে কানাডার রাষ্ট্রীয় সংস্থাটির কর্মকর্তারা। পরে কানাডা থেকে ফেরার পথেও আরো এক দফা আপত্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই ব্রিটিশ এমপিকে।

ক্লাইভ বেটস জানিয়েছেন, কেবল তার (ইয়াসিন) নামের আগে মোহাম্মদ থাকায় তাকে আটকানো হয়েছিল। কেবল তাই নয়, তারা ইয়াসিনের কাছে কোনো ছুরি বা অস্ত্র রয়েছে কিনা, তার জন্ম কোথায়—এমন আপত্তিকর প্রশ্নও করেছে। বেটস বলেছেন, এয়ার কানাডা যে আচরণ করেছে তা বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী। তিনি যুক্তরাজ্যে নিযুক্ত কানাডার হাইকমিশনারের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাবেন।

ব্রিটিশ এমপি ক্লাইভ বেটস বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ, কানাডার উদ্দেশে যখন কমিটির সদস্যরা হিথ্রো বিমানবন্দরে যায় তখন সব সদস্য পার পেয়ে গেলেও বেডফোর্ড থেকে নির্বাচিত সদস্যকে আটকে দেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দেরি করিয়ে দেয়া হয়। তিনি (মোহাম্মদ ইয়াসিন) বলেছেন, এমনটা ঘটেছে কেবল তার নাম মোহাম্মদ হওয়ার কারণে।’

বেটস আরো বলেন, ‘যদিও তাকে কানাডায় প্রবেশের ভিসা দেয়া হয়েছিল তারপরও এয়ার কানাডার কর্মকর্তারা এই জিজ্ঞাসাবাদ করেছিল এবং আমরা বিশ্বাস করি যে, কানাডা সরকারের কর্মকর্তারাও এতে জড়িত ছিল। পরে আমার কমিটির একজন করণিকের সহায়তায় তাকে (ইয়াসিন) একজন এমপি হিসেবে প্রমাণের পর অনুমতি দেয়া হয়েছিল।’

তিনি যোগ করেন, ‘নামার পর কানাডার মন্ট্রিল বিমানবন্দরেও একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ইয়াসিনকে। পরে ফেরার পথে টরন্টো বিমানবন্দরেও তাকে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।’

পরে অবশ্য এই ঘটনার জন্য কানাডার বিমান চলাচলমন্ত্রী, এয়ার কানাডা ইয়াসিনের কাছে ক্ষমা চেয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান, জিও নিউজ ও হালা কানাডা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com