ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বুধবার (২৫ অক্টোবর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাস শাসিত গাজার উত্তর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় সেখানকার ইউনিস ব্যাটালিয়ন কমান্ডার তাইসির মুবাশ্বের নিহত হয়।
আইডিএফ বলেছে, কামান্ডার মুবাশ্বের এর আগে হামাসের নৌবাহিনীর প্রধান ছিলেন। একই সময় তিনি দলটির অস্ত্র তৈরির সাথে সম্পর্কিত নানা পদেও অধিষ্ঠিত ছিলেন।
শিন বেট নিরাপত্তা সংস্থার সাথে এক যৌথ বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘মুবাশ্বের গেরিলা ও সামরিক বাহিনীতে হামলায় অভিজ্ঞ ছিলেন। তাকে হামাসের সামরিক শাখার কমান্ডার মোহাম্মাদ দেইফের ঘনিষ্ঠ বলেও মনে করা হয়।’
আইডিএফ আরো বলেছে, ২০০২ সালের গুশ কাতিফের আতজমোনা প্রাক-সামরিক অ্যাকাডেমিতে প্রাণঘাতী হামলার পেছনে মুবাশ্বের জড়িত ছিলেন।
এদিকে গাজায় হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় চালানো ইসরাইলের হামলায় পাঁচ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
সূত্র : টাইমস অফ ইসরাইল