এশিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্স নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ইসরাইলে তাদের ফ্লাইট বাতিল করেছে।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হাইনান এয়ারলাইন্স (চীন-ইসরাইলের মধ্যে উড়ন্ত একমাত্র চীনা বিমান সংস্থা) সোমবার সাংহাই এবং তেল আবিবের মধ্যে ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ক্যাথে প্যাসিফিকও মঙ্গলবার হংকং এবং তেল আবিবের মধ্যে তার ফ্লাইট বাতিল করেছে।
কোরিয়ান এয়ার সোমবার বন্দর শহর ইনচিওন এবং তেল আবিবের মধ্যে তার ফ্লাইট বাতিল করেছে এবং বলেছে যে- ভবিষ্যতে ফ্লাইটগুলো অনিয়মিত হবে বলে আশা করছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা