আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে ’উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৮ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
পরের দিন ১৯ জুলাই বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বলেন, আগামী ১৮ ও ১৯ জুলাই যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, আজ রাত আটটার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
১৮ ও ১৯ জুলাই উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে ’উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৮ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
পরের দিন ১৯ জুলাই বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম কালের কণ্ঠকে বলেন, আগামী ১৮ ও ১৯ জুলাই যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, আজ রাত আটটার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
১৯ জুলাই বিকেল ৪টার দিকে সাতরাস্তা থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে।