শনিবার, ০১:৫৫ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২১ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট বিতর্ক পাশ কাটিয়ে বড় জয় রাজশাহীর কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গণহত্যায় জড়িতদের ব্রাশফায়ার করে মেরে ফেলা উচিত ছিল: নুর নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না: ফয়জুল করীম ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি! গৌরনদীতে দাদা বাড়ি বেড়াতে এসে শিশু খুন  হত্যা মামলা দায়ের ॥ ২ নারীসহ গ্রেফতার-৪ গৌরনদীতে দিনভর খোঁজাখুঁজি, ভোরে জমিতে পাওয়া গেল লাশ গৌরনদীতে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে বই-খাতা, কলম ও গরিব-অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশে গণতন্ত্র নেই বিদেশিরা বুঝতে পেরেছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪৮ বার পঠিত

‘দেশে গণতন্ত্র নেই, বিদেশিরা বুঝতে পেরেছে’ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিদেশি পর্যবেক্ষকেরা বাংলাদেশ সফর করছে। আজকে কথা হচ্ছে, কেন তারা আসছেন। আজকে আমেরিকা থেকে একটা টিম আসবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা টিম এসেছে। অন্য দেশে তো তারা যায় না। দেশে গণতন্ত্র নেই বলে তারা এসেছে। এখানে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন হয় না। বিদেশি পর্যবেক্ষকেরা এখানে মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে জানতে এসেছেন এবং তারা বুঝতে চান।’

আজ মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সহযোগিতায় নারী প্রতিনিধিদের এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসা দরকার। তাদের নেতৃত্বে থাকা দরকার। যারা কর্মশালায় অংশ নিচ্ছেন, প্রশিক্ষণের অর্জনগুলো তারা সমাজে ছড়িয়ে দেবেন।’

নির্বাচনের কথা টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘একটা নির্বাচনের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয়, সেটা হচ্ছে সবার জন্য সমান সুযোগ। সব রাজনৈতিক দলকে অবশ্যই সমান সুযোগ পেতে হবে। কিন্তু, এখানে সেই পরিবেশ নেই। আওয়ামী লীগের একটা চরিত্রগত সমস্যা আছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের পছন্দ একনায়কতন্ত্র। তারা মনে করে, দেশে তারা ছাড়া ভিন্ন কেউ নেই। দেশের মালিক শুধু তারাই—এ রকম মানসিকতা তাদের।’

গত সোমবার রাতে মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘তারা আবারও ইচ্ছা করেই গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। যারা সবসময় বিএনপিকে দোষারোপ করে তারাই এসব কাজ করছে। মূলত সরকার তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, তাদের দিয়ে এগুলো করাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com