বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে কোনো আপস নয়। সংলাপের ফাঁদে পা দেবে না বিএনপি।
রোববার বিকেলে গাজীপুর মহানগরীর টেকনগরপাড়া এলাকায় মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, নির্বাচনে ১০টি আসনেরও নিশ্চয়তা না থাকায় তত্ত্বাবধায়ক সরকারকে ডেড ইস্যু বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, জনগনকে সংগঠিত করে উত্তাল আন্দোলন সৃষ্টি করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আদায় করা হবে।
এসময় আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিবএর আগে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক এম মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন শওকত হোসেন সরকার।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, হুমায়ূন কবির ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ।
সম্মেলনে মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।