জাতীয় কবি নজরুল কে দেখিনি,
শুনেছি- তাহার মুখে খুব একটা ছিল না হাসি!
কিন্তু তিনি-খুব ভালো বাজাতেন বাঁশি।
তিনি লিখতেন, ছড়া,কবিতা
বিদ্রোহ ছিল ভরা,ছিল না ভনিতা।
নজরুল ছিলেন,প্রতিবাদি ছেলে,
প্রতিবাদি কবিতা লিখে, তিনি গিয়েছিলেন জেলে!
কিন্তু কার সাধ্য আছে, আগুনের শিখাকে রাখবে দমিয়ে?
পারেনি,ওরা পারেনি, বিদ্রোহী কবি নজরুল কে, রাখতে দাবিয়ে।
তাই ত তিনি, আমাদের খুব প্রিয়,কবি বুলবুল
বিদ্রোহী কবি তিনি,নয়নের মনি বটে,কাজী নজরুল
অন্যায় প্রতিরোধে,ছিল মনোবল
যার ভয়ে ভীত হত,শোষকদের দল।
তুমি সেই বিদ্রোহী কবি,
কাজী নজরুল, কাজী নজরুল, কাজী নজরুল।