তুমি কি শুধুই কবি?
তবে তুমি কি শুধুই লেখক?
আমার কাছে তুমি আদরি মায়াময় কবি।
আমার কাছে তুমি হৃদয় হরণকারী।
তোমার মতো আর কেউ নেই
এ মনের আঙ্গিনায় বসতকারি।
তোমার প্রেমিক মন লিখেছে কবিতা।
তোমার কঠিন মন করেছে প্রতিবাদ।
তোমার আলোকময় মন
করেছে বিধাতার কাছে ফরিয়াদ।
তুমি তোমার লেখায় বেঁচে আছো
আজও হয়ে দীপ্তমূর্তি চিত্রে আর আমাদের মনে,,,,,,
কোন দিন আর তোমার দেখা মিলবে না,, যানি, তাতে কি, তুমি বেঁচে আছ
তোমার লিখায় আমাদের মনে,তবে আমার দু:খ মাত্র, একটি জন্ম আমি
গোলাপের পাপড়ি হয়ে,,,,
তোমার উদ্দেশ্যে ছড়িয়ে পরতে পারতাম,,,,,
এখন আমার সমস্ত পথ জুড়ে টলমল করছে একটি অশ্রুবিন্দু,,,,,
ঐ অশ্রুবিন্দু পেরিয়ে এ জন্মে হয়তো আমি তোমার কাছে পৌঁছাতে পারবো না,,,
তা হলে আগামি জন্মগুলো?!!!
যেন তুমি থাক চির অম্লান
হে বিদ্রোহী কবি ,,,,,,
তুমি রবে স্মরণে যুগ যুগ ধরে
আমাদের মনে,,,,,,
আমরা গর্বিত, তোমায় পেয়ে।
ভালো থেক কবি সবার ভালোবাসায় পরপারে,,,,,,।
১২৪ তম জন্মজয়ন্তি,
তাং২৫.৫.২৩ইং