শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’
আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি সব সময় পরিস্থিতি ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে।
ডা. দীপু মনি বলেন, ‘বিএনপি জন্মগতভাবেই অবৈধ একটি রাজনৈতিক দল। তাদের জন্মের কোনো ঠিক নেই। অবৈধ দলটি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগ সতর্ক পাহারায় রয়েছে। জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ সরকারে আছে। আগামী দিনেও জনগণের ভোট নিয়ে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে।’
শিক্ষামন্ত্রীর আজ ইসলামপুর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করার কথা রয়েছে। পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর তিনি জামালপুর সদর উপজেলার আরো চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এ সময় তার সাথে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র প্রমুখ।