মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল ওয়াহেদ মণ্ডলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগদায় অবস্থিত তার ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আবদুল ওয়াহেদ মণ্ডলের বাড়ি গাইবান্ধায়। তিনি মুগদায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন।
এরপর গাইবান্ধা ছেড়ে ঢাকার সাভারে চলে আসেন আবদুল ওয়াহেদ মণ্ডল। সেখানে কিছুদিন আত্মগোপনে থাকার তিনি তাবলিগের একটি দলের সঙ্গে যুক্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় দাওয়াতি কার্যক্রমে যান।
র্যাব জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতেই তাবলিগে যুক্ত হন আবদুল ওয়াহেদ মণ্ডল। একসময় পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য অন্যের নামে নিবন্ধন করা সিমকার্ড দিয়ে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি ছদ্মনাম ব্যবহার করতেন।
এদিকে, গত রাতে মোহাম্মদপুর থেকে মো. জাছিজার রহমান খোকা নামের মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করে র্যাব।