ইউক্রেনীয় শহর বাখমুতে রুশ ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। শহরটির কাছে রাশিয়ান বাহিনীর হামলায় অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ইউক্রেনের আঞ্চলিক এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।
দোনেতস্ক অঞ্চলের প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ৩২-৬৬ বছর বয়সী পাঁচজন বেসামরিক নিহত হয়েছে। রুশ বাহিনীর গোলায় অনেক আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ইরিনা আরও বলেন, যারা বাখমুতে থাকছেন তারা নিজেদের এবং প্রিয়জনের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। সেইসঙ্গে সেনাবাহিনী ও পুলিশের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।