সোমবার, ০৩:৪৯ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ ২৬ জন বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত বিমান গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ জুলাই যোদ্ধাদের জন্য চাকরিতে কোটা থাকছে না : মুক্তিযুদ্ধ উপদেষ্টা সব দেনা শোধ করেছে সরকার, সারের ঘাটতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই হত্যাকাণ্ডের গোপন কল রেকর্ড, ফরেনসিকে ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন সোহাগ হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ডোপ টেস্টের কিট সংকট, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা নিবন্ধনের আবেদন করা রাজনৈতিক দল, গঠনতন্ত্র, কমিটি ও কার্যালয় কিছুই নেই তাদের নতুন মামলায় আনিসুল-সালমান-আতিকুলসহ গ্রেপ্তার ৮

ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ : আরো বৃষ্টির আশঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১০৭ বার পঠিত

ফিলিপাইনে শক্তিশালী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জন। ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আরো বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

গত সপ্তাহে ‘নালগে’ ঝড়ের তীব্র আঘাতে ১৫০ জন মারা গেছে বলে জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে। অন্তত ১২৮ জন আহত এবং ৩৬ জন এখনো নিখোঁজ রয়েছে। তাদেরকে জীবিত খুঁজে পাবার আশা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ৩ লাখ ৫৫ হাজার ৪০০ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাংসামারো অঞ্চলে ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসে বেশকিছু গ্রাম ধ্বংস হয়েছে।

এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বৃষ্টি হওয়ার পূর্বাভাসের পর বাংসামারো অঞ্চলে আরো ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো বলেছেন, যেখানে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে সেখানে মাটি এখনো ভেজা। এর ফলে আবারো ভূমিক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বাংসামোরোয় ব্যাপক ভূমিধসের জন্যে বনভূমি বিনাশ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

তিনি গাছের চারা রোপণের জন্যে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ছয় মাসের দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন। এছাড়া ত্রাণ প্রচেষ্টা জোরদারে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com