হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেলে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বুধবার বিকেল ৫টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন। এর আগে দুপুরে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সভায় বসবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সবশেষ ভর্তি হন গত রোববার (২৮ আগস্ট) রাতে। রাতেই তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগে ছয় বার তাঁকে ওই হাসপাতালে ভর্তি হয়ে প্রায় পাঁচ মাসের মতো থাকতে হয়েছে।
মেডিকেল বোর্ডের আরেকজন জানান, খালেদা জিয়াকে ছাড়পত্র দেওয়ার সময় নির্ধারণ করা আছে বিকেল পাঁচটায়। এখন বাসা থেকেই চিকিৎসা নেবেন। প্রয়োজন পড়লে আবার হাসপাতালে আনা হবে।