রাজধানীর সেগুনবাগিচার একটি ফ্ল্যাট থেকে আবুল হোসেন চৌধুরী (৬৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার স্ত্রী এবং দুই মেয়ে কানাডায় থাকেন।
বুধবার সন্ধ্যায় বাসার দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন তিনি।
আবুল হোসেন একজন ভেটেরিনারি চিকিৎসক ছিলেন।
শাহবাগ থানার এসআই মোহাম্মদ আবদুল্লাহ জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ওই ভবনে যায় বলে জানান এসআই আব্দুল্লাহ। ফোনটি করেছিলেন ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ বলেন, গত ১৮ জুলাই ওই ভবনের দারোয়ানের সঙ্গে আবুল হোসেনের সর্বশেষ কথা হয়েছিল। সেদিন আবুল হোসেন একটি চিরকুট স্থানীয় এক চিকিৎসককে দেয়ার জন্য দারোয়ানকে ডেকেছিলেন।
এসআই মোহাম্মদ আবদুল্লাহ জানান, ‘আজ (বুধবার) বিখেলে নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী এসে আবুল হোসেনের ফ্ল্যাটে কলিংবেল দিলে কোনো সাড়া না পেয়ে দারোয়ানকে বলেন। দারোয়ানও বেশ কয়েকবার কলিং বেল টেপে এবং ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সমিতির সভাপতিকে জানায়। পরে সভাপতি ৯৯৯ এর ফোন করে জানালে আমরা ১১ তলা ওই ফ্ল্যাটে গিয়ে দরজা ভেঙ্গে ঢুকি।’
আবুল হোসেনের দেহে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ‘তার দেহ মেঝেতে পড়ে ছিল। ধারণা করছি, অসুস্থ হয়ে তার তার মৃত্যু হয়ে থাকতে পারে।’
স্বজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সুনামগঞ্জ জেলার আবুল হোসেন বেশ কিছুদিন অস্ট্রেলিয়াতে ছিলেন। পরে স্ত্রী সন্তানরা কানাডায় চলে যান এবং সেখানে প্রায় ৮/৯ বছর ধরে বসবাস করছেন। আর তিনি ঢাকায় এসে থাকছেন।