শনিবার, ০৩:৪৭ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সিলেটে তিনজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ঝিনাইদহ, দিনাজপুর ও ধামরাইয়ে

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ঝিনাইদহ, দিনাজপুর ও ধামরাইয়ে দুজন করে নিহত হয়েছেন। গোপালগঞ্জ, নাটোর, নরসিংদী, হবিগঞ্জ, বাগেরহাট, নেত্রকোনা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে আরো আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সিলেট: জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার তাঁতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০) ও রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের (২০) একজনের মৃত্যু হয়েছে।

সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অন্য দুজনকে স্থানীয় জনতার সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

ঝিনাইদহ: কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কের মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন। মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে এবং ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।

দিনাজপুর: বীরগঞ্জে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার কবিরাজহাট এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার মশালপুর গ্রামের শিক্ষক কৈশিক রায়ের ছেলে মাধব রায় (২৪) ও একই এলাকার বাসিন্দা আরোহী দীপু রায় (৩০)।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন বন্ধু ঠাকুরগাঁওয়ের নারগুনে খেজুরের রস পান করতে যান। সেখান থেকে ফেরার পথে মাধব ও দীপুর মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।

সাভার: ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার কাজী শাহীন (৪৮) ও তার স্ত্রী রুবিনা আক্তার (৩৭)। তারা ইসলামপুর থেকে ঢুলিভিটা যাচ্ছিলেন।

এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রলির ধাক্কায় মো. ইস্রাফিল মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ী এবং নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইসলাম হোসেন নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নরসিংদীর বেলাবতে টমটমের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল হালিম (৪২), হবিগঞ্জের চুনারুঘাটে বালি বোঝাই ট্রাকচাপায় সজল মিয়া (৩৫), বাগেরহাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামীম সরদার (৪২), নেত্রকোনার কলমাকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি খাদে পড়ে চালক নিলয় দাস (২১) এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসের ধাক্কায় আঞ্জুমান (৫০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাসের ধাক্কায় মো. সাইফুদ্দিন (৫৫) নামে এক মুয়াজ্জিনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com