গত ২৩ সেপ্টেম্বর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবী আদায়ে বরিশাল বিভাগীয় রোডমার্চ কর্মসূচিতে যোগদানকালে গৌরনদীতে স্থানীয় নেতৃবৃন্দদের গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এতে গুরুতর আহত হন সাবেক গৌরনদী সরকারি কলেজ ভিপি ও থানা বিএনপি আহ্বায়ক সদস্য বাদল সহ অনেকেই। যাদের প্রায় সকলেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩, দুপুরে চিকিৎসাধীন ভিপি বাদলকে দেখতে হাসপাতালে যান বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।
এসময় তারা আওয়ামী হামলায় আহত ভিপি বাদলের শয্যাপার্শ্ব কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।