রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। মঙ্গলবার (১৬ নভেম্বর ) দুপুর আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, সকালে তার মরদেহ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। যেখানে তিনি অধ্যাপনা করেছেন দীর্ঘ ৩১ বছর। দুপুর ১২ টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবদেনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে।
শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। পরে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এরপর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানান। দুপুর সোয়া ১টার দিকে তার লাশ নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।