বৃহস্পতিবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজিত ও আইভির করা গান ‘ বাবা তুমি চলে গেছো’ শিরোনামে এই গানটির কপি প্রচার বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৪৪ বার পঠিত

২৫ শে জুন লুৎফর শেখ নামের একজন ভদ্রলোক তার নিজের ফেসবুক ওয়ালে এবং সাত সুরে বাঁধা গানের পেইজে একটি গান পোস্ট করেন ‘ বাবা’ কে নিয়ে। এই শিল্পী উল্লেখ করেছেন গানটি তার নিজের লেখা ও সুরে গাওয়া।

বিশিষ্ট গুণী সরোদ শিল্পী সুরকার গায়ক তানিম হায়াত খান রাজিতের নজরে আসে এই পোষ্ট এবং তিনি জোড়ালো কন্ঠে প্রতিবাদ করেন যে এই গানটি লুৎফর শেখ সাহেব রাজিতের করা সুর থেকে গানের অস্থায়ীর অংশটুকু নিয়েছেন কপি করে। এবং সুর ১০০% মিল আছে বলে রাজিত দাবী করছেন ।
এদিকে গুণী লেখক ও গীতিকার আইভি সাহাও রাজিতের সঙ্গে সহমত পোষণ করে বলেন যে, তার লেখার অংশ চুরি হয়েছে এই গানে ৯৯.৯৯%

একই সাথে একটা গানের কথা ও সুর মিলে যাওয়া কী করে সম্ভব? এটা কপিক্যাট করেছেন বলে রাজিত ও আইভি দাবী করেছেন এবং অসংখ্য শ্রোতা, দর্শক ও শিল্পীরা এই জঘন্য কাজে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

অপরাধী প্রথমে হার মানতে নারাজ হয়ে উল্টো অভিযোগ ছুড়ে দিয়ে বলেন, তার করা গান দুবছর আগে করা হয়েছিল এবং তার গান অনুসরণ করে নাকী অভিযোগকারীরা বাবা গানটা বানিয়ে ছিল।এই অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে উল্লেখ করে রাজিত ও আইভি। এবং লুৎফর শেখ সাহেব কাছে প্রমাণ চাওয়া হলে তিনি কোনো প্রমাণ দিতে পারেনি। শেষে শুধু বলেছেন এটা নাকী কাকতালীয় ঘটনা ছিল।

তিনি অপরাধ স্বীকার না করে বিষয়টি কাকতালীয় বলে চালিয়ে দিয়ে গানটি নিজের করা বলে চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এমন কী নিজের ওয়ালে।

এদিকে রাজিত ও আইভি তাদের দুজনের করা বাবা গানটির প্রচারের সময় নিদিষ্ট তারিখ ও সাল উল্লেখ করেন এবং প্রমাণ হিসেবে দিয়েছেন।
২৫ শে ফেব্রুয়ারি ২০২১ সালে বাবা তুমি চলে গেছো এই শিরোনামে’ বাবাকে’ নিয়ে একটি চমৎকার গান লিখেন গীতিকার আইভি সাহা। সেই গানটি সুর ও কন্ঠ দেন বিশিষ্ট গুণী শিল্পী ও সুরকার তানিম হায়াত খান রাজিত। গানটি নির্দিষ্ট তারিখ ও সাল উল্লেখ করে পোস্ট করা আছে ইউটিউব সহ রাজিত আইভির ফেসবুক ওয়ালে। এবং সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় হয়ে ঘুরে বেড়াচ্ছে গানটি। এই গানটির কথা ও সুর সকল মানুষের হৃদয় ছুঁয়ে গেছে ইতিমধ্যে। গানটি আইভি সাহার পিতা সঙ্গীতজ্ঞ উস্তাদ মানিক সাহাকে নিয়ে মেয়ের ভাবনার প্রতিফলন ঘটেছিল লেখায়।

উল্লেখ্য শিল্পী তানিম হায়াত খান রাজিতের পিতা শ্রদ্ধেয় মোবারক হোসেন খান ছিলেন একজন প্রখ্যাত সংগীত গবেষক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং মাতা ফওজিয়া ইয়াসমিন ষাটের দশকের জনপ্রিয় শিল্পী ছিলেন। তার আপন খালা হচ্ছেন জাতীয় শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন।

রাজিতের দুদিকের পরিবার সুর ও সংগীত জগতে বিখ্যাত এবং আমাদের দেশের গর্ব। সংস্কৃতি অঙ্গনে তাঁদের ভূমিকা প্রধান ও মুখ্য। তাই রাজিত জোড়ালো কন্ঠে বলেন,” আমার পরিচয় আমার সুরে আমার গায়কীতে আমার রক্তে। কারো গান বা সুর থেকে কপি করে গান বানাতে হয়না আমার। জ্বি আমি অহংকার করেই বলছি। কারণ এটা আমার নৈতিক কনফিডেন্স।

রাজিত ও আইভির করা গান ‘ বাবা তুমি চলে গেছো’ শিরোনামে এই গানটির কপি প্রচার বন্ধ হোক বলে রাজিত ও আইভি দাবী করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com