রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের নামে ভেল্কিবাজির জন্য আওয়ামী লীগকে একদিন জবাব দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খুলনা জেলা ও মহানগর বিএনপি’র নবগঠিত সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরবর্তী নির্বাচন কমিশন গঠনের কাজ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বিএনপি। আমন্ত্রণপত্র পেলে দলটি সেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি নিয়েও কথা বলেন তিনি।