পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।তাদের মধ্যে একজন প্রবীণও রয়েছেন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। দিবসটিকে কেন্দ্র করে উৎসব আয়োজনে গুলির ঘটনা ঘটে। ঘটনাগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘটেছে। আজিজাবাদে একটি বেপরোয়া গুলিতে ৮ বছরের এক মেয়ে নিহত হয় এবং কোরাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তি মারা যান। শহরজুড়ে অন্তত ৬৪ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে
কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবসে আনন্দ উদযাপনের নামে আকাশে এলোপাথাড়ি গুলি চালানো বিপজ্জনক ও প্রাণঘাতী। তারা নাগরিকদের নিরাপদ উপায়ে দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই গুলিবর্ষণে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।