মুক্তির এক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার ঢাকার হল থেকে নেমে গেলো শিশুতোষ চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’। নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের সিনেমাটি দেশের বাইরে নানা ফেস্টিভ্যালে প্রশংসিত হলেও দেশে সফল হলো না। আর এর মধ্য দিয়ে বেরিয়ে এলো, ঢাকার সিনেমা ইন্ড্রাস্ট্রির দৈন্য।
এক লহমায় ফিরে এলো যেন শৈশবটা স্কুলে আম কাঁঠালের ছুটিতে শহুরে শুভ গ্রামে এসে মনোয়ার, আনোয়ার আর মিতা, রীতাদের সঙ্গে মিশে পেলো শৈশবের ডানপিটেপনা। যা আজ প্রায় বিরল।
সেই সিনেমা দেখে মজার স্কুলের শিক্ষার্থীরা কেউ হয়ে গেলো মনোয়ার, কেউবা শুভ, কেউবা আনোয়ার।
এমন আনন্দময় মুহূর্ত পেরিয়ে ক্যামেরায় মুখোমুখি নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের মনটা খারাপই বলা যায় পেশায় স্থপতি, নেশায় নির্মাতা নুরুজ্জামান ছবিটি নির্মাণ শুরু করেছিলেন আট বছর আগে।
আম কাঁঠালের ছুটি সিনেমার নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একটা ছবি বানানো হয় অনেকদিন ধরে। সেটার জার্নিটা হলে অল্প দিনের হলে মনটা খারাপ হয়। আমি মজার স্কুলের কাছে কৃতজ্ঞ যে, তারা এটি দেখার জন্য আগ্রহ দেখিয়েছে।
দারুণ গল্প, দারুণ নির্মাণ। বলা যায় শিশুতোষ ছবির যে আকাল, তাতেও স্বপ্ন দেখায় ‘আম কাঁঠালের ছুটি’। কিন্তু সাত দিনও সেই ছবি জায়গা পেলো না ঢাকার হলগুলোতে।