বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি চলতি বছরের শুরুতে তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদ দিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। তবে এই দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেননি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রামে তাদের প্রথম সন্তান প্রত্যাশার কথা জানান দেন। তারা সামাজিক মাধ্যমে ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সেরা উপহার… শিগগিরই আসছে।’
গত মে মাসে মেটা গালার মঞ্চে প্রকাশ্যে দেখা কিয়ারাকে। গর্ভবতী অবস্থায় লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি পাপ্পারাজিদের ক্যামেরা তাক করলে মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে।
জানা গেছে, সিদ্ধার্থ এবং কিয়ারার প্রথম দেখা হয়েছিল একটি পার্টিতে এবং তাদের প্রথম ছবি ‘শেরশাহ’-এর সেটে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই জুটি তাদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু স্বীকার বা অস্বীকার করেননি।
সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়েরই আগামী মাসে বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থকে জাহ্নবী কাপুরের বিপরীতে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’-তে দেখা যাবে। অন্যদিকে, কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর সাথে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের বড় বাজেটের ছবি ‘ওয়ার ২’-তে, যা স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।