বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় মঙ্গলবার রাতে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সন্ধান এখনো মেলেনি। বুধবার ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে সেখানে যৌথ অভিযান চলছে।
ইতিমধ্যে পুলিশের মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টারযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন এবং সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
কেএনএ’র ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর সামরিক শাখা ‘কেএনএ’ ঘটাতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে এ বিষয়ে কেএনএফ বা কেএনএ’র পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার প্রতিবাদে রুমা উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারি বুধবার কর্ম বিরতি পালন করছে।