ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো ভাইয়ের সাথে বাথরুম নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আক্তার মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের আরো ২৫ জন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
নিহত আক্তার মিয়া গুনিয়াউক গ্রামের খুরশেদ আলীর ছেলে। আহতরা হলেন দুলাল মিয়া, সরাজ মিয়া, মিলন মিয়া, বিল্লাল মিয়া, লায়েছ মিয়া, আলফাজ মিয়া, সবুজ মিয়া, ফারহান মিয়া, লিটন মিয়া, আরমান মিয়া, ফয়সাল মিয়া, শাহীন মিয়া, কামরুল মিয়া, রাজনাহার বেগম, মোছা রংমালা, লিয়াকত আলী, রত্না বেগম, নেকজাহান বেগম, মোঃ মাহবুব সরকার ও সুফিয়া বেগম।
জানা গেছে, গুনিয়াউক গ্রামের মোঃ আক্তার মিয়া ও দুলাল মিয়া দুজন চাচাতো ভাই। তাদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় ইউপি সদস্য মালেকের মধ্যস্থতায় এ নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি বিবাদমান জায়গার ওপর দুটি বাথরুম নির্মাণ করে আক্তার মিয়ার লোকজন।এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে আবারো স্থানীয়রা দু’পক্ষকে নিয়ে ১৯ জুলাই সকালে সালিশ করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য তারিখ নির্ধারণ করে। কিন্তু আক্তর মিয়ার পক্ষের লোকজন সালিশ বসার বিষয়টি অমান্য করলে রোববার দিবগত রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংর্ঘষে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত আক্তার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।