আমরা বাচনিক আসছি আমাদের নবম বাৎসরিক আয়োজন নিয়ে। এবারের আয়োজন শিরোনাম-‘জেগে থাকে বাতিঘর’
তারিখঃ ২৭ নভেম্বর ২০২১, শনিবার
টরন্টো (কানাডা) সময়ঃ সকাল ১১টা
বাংলাদেশ সময়ঃ রাত ১০টা
ভারত সময়ঃ রাত ৯.৩০ মিনিট
এবছর বাচনিক সম্মাননা-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন বরেণ্য গুণী আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক ও সংগঠক মাহিদুল ইসলাম। এই অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে।
বরাবরের মতো আমাদের সাথে থাকুন। সুন্দর-শুভ্রতার সাথে থাকুন।
সবার প্রতি উদার আমন্ত্রণ।
সে আনন্দের সাথে বাচনিকের প্রতি আন্তরিক ভাবে অভিনন্দন
শুভ কামনা জানাচ্ছেন অনলাইন সময়ের কণ্ঠধ্বনির-
সম্পাদক ও প্রকাশক জনাব দিদার সরদার