বরিশালে হারিয়ে যাওয়া ৪১ টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে গত ৯ মাসে ১৬১ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ।
গত এক মাসে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও আইসিটি শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে।
মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ৪১টি ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন তারা।
উদ্ধারকৃত ফোন হস্তান্তরকালে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ফোনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। যারা ফোনগুলো চুরি বা ছিনতাই করেছে তারা বিভিন্ন স্থানে বিক্রি করেছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।