বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলামের বরখাস্তের আদেশ নিষ্পত্তি করেছেন উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক আদেশের পর তিনি আজ সোমবার কর্মস্থলে এসে যোগদানের চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে।
মনিরুলের আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আমার মক্কেলের বরখাস্তের বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। এর ফলে রেজিস্ট্রার পদে তাঁর যোগদানে বাধা থাকল না।’
ববির দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোহসীন উদ্দীনের মোবাইল ফোনে কল করা হলে চিঠির বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ববি ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া জানান, মনিরুল আজ যোগদানের জন্য ক্যাম্পাসে এসে তাঁর সঙ্গে দেখা করেছেন। মনিরুল বিধি অনুযায়ী কাজ করার বিষয়ে তাঁকে জানান।
এ বিষয়ে মনিরুল ইসলাম জানান, উচ্চ আদালতের রায় নিয়ে তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ে এসে যোগদানের জন্য চিঠি রেজিস্ট্রার দপ্তরে উপস্থাপন করেছেন। ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক আদেশে যে কারণে বরখাস্ত করেছে তা বাতিল করে নিষ্পত্তি করা হয়েছে বলে মনিরুল জানান। তিনি বলেন, ‘এখনো কাজে যোগদানের অনুমতি পাইনি, তবে আশা করছি উচ্চ আদালতের রায়ের ফলে আমাকে সুযোগ দেওয়া হবে।’
২০১৯ সালের ২০ জানুয়ারি ওই সময়ের উপাচার্য এস এম ইমামুল হক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত করেন। এরপর উচ্চ আদালতের আদেশ নিয়ে আরও একবার চেষ্টা করেও যোগদান করতে পারেনি তিনি।