একুশের ছোঁয়া লেগেছে বই মেলাতে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অমর একুশে গ্রন্থমেলায় আসেন বই প্রেমীরা। বড়দের সাথে আসে শিশু-কিশোররাও। ভিড় থাকলেও স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়ান আগতরা। তবে, মেলায় ভাষা বিষয়ক ও গবেষণাধর্মী বইয়ের সংখ্যা কম পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা।
একুশে ফেব্রুয়ারিকে ঘিরে বাঙালির রয়েছে আলাদা আবেগ। দিনটি উপলক্ষে সকাল ৮টায় খুলে দেয়া হয় অমর একুশে গ্রন্থমেলা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মেলায় আসতে থাকেন বই প্রেমীরা।
সকালে বড়দের হাত ধরে মেলায় এসেছে শিশু-কিশোররাও। বিশেষ করে শিশু কর্ণারে ছিলো তাদের সরব উপস্থিতি।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ পেয়েছে মেলায় আগত পাঠক-দর্শনার্থীদের পোষাকে। মেলায় এসেছে বিদেশি অনেকে। তবে মেলায় ভাষা বিষয়ক ও গবেষণার বই কম পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা। গল্প ও উপন্যাসসহ অন্যান্য বই বেশি পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য মানসম্মত ভাষার বই প্রকাশের তাগিদও জানালেন তারা।
বই বিক্রি ভালো হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। মানসম্মত লেখা পাণ্ডুলিপি না পাওয়ায় ভাষা বিষয়ক ও গবেষণার বই প্রকাশ কম হচ্ছে বলে জানালেন তারা।
প্রতিবারের মতো এবারও বিকেলের পর বই মেলায় মানুষের ঢল নামবে বলেই ধারণা লেখক-পাঠক-প্রকাশক সবার।