“মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেকে করো জয়”
এই স্লোগানকে সামনে রেখে থিয়েটার অঙ্গন নাট্যোৎসব – ২০২২ আয়োজন করা হয়েছে।
২৪,২৫ ও ২৬ নভেম্বর বিকেল ৪ টা থেকে রাত ৯ টা বংঙ্গবন্ধু মুক্তমঞ্চ, উত্তরায় উৎসব অনুষ্ঠিত হবে।
সুষম নাট্য সম্প্রদায় এর পক্ষ থেকে অনেক-অনেক শুভেচ্ছা, অভিনন্দন।উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি।আমাদের নাটক দেখার আমন্ত্রণ রইল।
খন্দকার আনোয়ারুল ইসলাম
সুষম নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠাতা পরিচালক ,
নাট্য নির্মাতা – নাট্যশিল্পী ।
সুষম নাট্য সম্প্রদায় সংগঠনের আমি সহ সভাপতি আন্তরিক ভাবে আহবান জানাচ্ছি এই নান্দনিক আনন্দময় নাটকটি সকলে মঞ্চে এসে উপভোগ করুন।
ধন্যবাদন্তে-
দিদার সরদার প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR), পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)।