দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। এবার উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। কিন্তু জন ইসনারের কাছে হেরে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। বিদায় হয়েছে ব্রিটিশ নারী এমা রাডুকানুরও। তিনি ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার উড়ে যান।
বুধবার অল ইংল্যান্ড ক্লাবে ৩৫ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ জেতেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। সাতবারের চ্যাম্পিয়ন টানা চতুর্থ জয়ের খোঁজে ছুটছেন।
অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে ইসনারের কাছে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে হেরে যান ব্রিটিশ মারে।
এদিকে মেয়েদের খেলায় রাডুকানু। ২৮ বছর বয়সী গার্সিয়ার কাছে ৬-৩, ৬-৩ গেমে হেরে যান তিনি।