দীর্ঘ তিনমাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে নতুন করে কারো মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৭ জন। গতকাল এ সংখ্যা ছিলো ২৩৯।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ৭ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। দেশে গেলো ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো এক।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫৪। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।