বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকয় মিলাদ মাহফিলে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা ও হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী আহত হয়েছে। উপজেলার পৌর কাঁচাবাজার, টরকী বন্দর ও পিঙ্গলাকাঠি বাজার, আশোকাঠি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান জানান, ৬-৭টি মোটরসাইকেল যোগে যুব ও ছাত্রলীগের ১৫-১৬ নেতাকর্মী শুক্রবার সন্ধ্যায় টরকী বন্দরে বার্থী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শরীফ শাহাবুব হোসেনের দোকানে হামলা চালায়। এ সময় শাহাব্বুকে পিটিয়ে আহত করেছে তারা। এছাড়া রায়পট্টি রোডে হামলা চালিয়ে যুবদল নেতা বুলবুল সরদার, আনোয়ার রাঢ়ী, শাহীন হাওলাদারকে পিটিয়ে আহত করে তারা। একই দিন সন্ধ্যায় পিঙ্গলাকাঠি বাজার এলাকায় মো. মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী হামলা চালিয়ে নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন ফকিরকে পিটিয়ে আহত করেছে।
এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সু-চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে শনিবার প্রচারপত্র বিতরণ করেছে কৃষকদল জামালপুর জেলা শাখা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।