পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলের কোরবানির ছাগল চুরি হয়ে গেছে। লাহোরে একটি বেসরকারি হাউজিং সোসাইটিতে তার বাড়ির বাইরে থেকে চুরিটি হয়।
আকমলের বাবা বলেন, তারা কোরবানির জন্য মাত্র এক দিন আগে ছয়টি ছাগল কিনেছিলেন। ছাগলগুলো তাদের বাড়ির বাইরে বাঁধা ছিল।
তিনি বলেন, ছাগলগুলোর তদারকির জন্য একজন কর্মী ছিল। কিন্তু সে রাতে ঘুমিয়ে পড়েছিল। তিনি বলেন, ভোর রাত ৩টার দিকে একটি ছাগল চুরি হয়।
আকমলের বাবা বলেন, চুরি হওয়া ছাগলটি কেনা হয়েছিল ৯০ হাজার রুপিতে।
তিনি বলেন, হাউজিং সোসাইটির সিকিউরিটি ম্যানেজমেন্টকে বিষয়টি বলা হয়েছে। তারা চোরদের ধরা এবং ছাগলটি উদ্ধারের আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
সূত্র : দি নিউজ