অকাল প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর তিনি মারা যান। প্রয়াণ দিবস উপলক্ষে ‘মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ’ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
স্মৃতি সংসদের পক্ষ থেকে ময়মনসিংহের ভাটিকাশর গোরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। কবির পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহের বাঘমারার বাসায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
১৯৬৮ সালের ২০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি ও কবি মাহবুবুল হক শাকিল জন্মগ্রহণ করেন ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায়। ছাত্রজীবনের শুরুতেই তিনি ছাত্রলীগের রাজনীতি সাথে সম্পৃক্ত হয়ে নেতৃত্ব দেন ছাত্রলীগের।
ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে তার বিশেষ সহকারির দায়িত্ব লাভ করেন।
মাহবুবুল হক শাকিল রাজনীতির পাশাপাশি তিনি সাহিত্য অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন। লেখনী ছিল চমৎকার ও অসাধারণ। তার লেখা কবিতা ও গল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।