বৃহস্পতিবার, ১২:০৩ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৫, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এই সরকার ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করেছে : রিজভী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২ বার পঠিত

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির অনেক তরুণ নেতা-কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি-পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এই সরকার ক্রসফায়ারের মাধ্যমে জনির মতো আমাদের অনেক তরুণ নেতাকর্মীদেরকে হত্যা করেছে। ব্যাংক লুট করেছে, রিজার্ভ চুরি করেছে- কোনোটাই বাদ রাখে নাই। ছাত্রলীগ-যুবলীগ সব অপকর্মই করেছে। শুধু তাই না, মহিলা লীগের একজন নেত্রী মানিকগঞ্জে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই অবৈধ সরকার এখন আইসিইউতে চলে গেছে। তাই তারা এখন উল্টাপাল্টা বলতে গিয়ে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি, যিনি আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে নিয়ে এসেছেন, যিনি বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করেছেন, তার বিরুদ্ধে তারা এখন চুরির মামলা দিচ্ছে। অথচ সরকারের মন্ত্রী-এমপিরাই চোর। গরু চুরি থেকে শুরু করে তেল চুরি, ব্যাংক চুরি, লাখ লাখ কোটি টাকা চুরি- প্রত্যেকটি জায়গায় চোরে ভর্তি আওয়ামী লীগ।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘৪৫ বছর পার করেছে বিএনপি। সরকারের এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও আজকে এক দিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে এগুলো অবৈধ সরকার দেখবে। এই ঢল অব্যাহত আছে। অথচ আজকে ছাত্রলীগের একটি সমাবেশ আছে, যেখানে সারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে তারা লোক এনেছে।’

নেতাকর্মীদের প্রতি রিজভী বলেন, ‘আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে। গণতন্ত্র ফিরে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য দিয়ে, ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com