পিরোজপুরের ইন্দুরকানীতে চেতনানাশক ওষুধ স্প্রে করে একই পরিবারের ৭ জনকে অচেতনের ঘটনা ঘটেছে। এ সময় গয়না ও টাকা লুট করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ইন্দুরকানীর সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, রাতের মলম পার্টির সদস্যরা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার বাড়িতে ঢোকে। পরে ঘুমন্ত অবস্থায় তাদের নাকে-মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করে ৭ জনকে অচেতন করা হয়। তখন গয়না ও টাকা লুট করে মলম পার্টির সদস্যরা।
পরে মাসুদ রানা (৪৮), তার স্ত্রী রাজিয়া বেগম (৩২), বোন সারমীন (২৫), সুমাইয়া (১৮), ছেলে নবীন (১০), মেয়ে নুহাসহ সাতজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল জানান, সকালে খবর পেয়ে যুবলীগ নেতা মাসুদ রানার বাড়িতে যাই। তাদের অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুলহক জানান, যুবলীগ নেতাসহ তার পরিবারের ৭ সদস্যকে মলম পার্টি চেতনানাশক ওষুধ স্প্রে করে তাদের অচেতন করেছে। এ বিষয়ে পুলিশ অভিযান শুরু করেছে।